অবৈধ সম্পর্ক (৩য় & শেষ পর্ব)
৮ আজও রোমানার ভোরে উঠে নামাজ পড়া হলো না, তারপরও মেয়েদের আগেই উঠেছেন, ছেলের বিছানা থেকে উঠে সে ব্লাউজ আর ব্রাটা খুজেঁ নিয়ে কোনো মতে পরে, সরাসরি গোসলখানায় চলে গেলো, গোসল শেষ করে রুটিন মাফিক সবার জন্যে নাস্তা বানানোর জন্যে রান্না ঘরে গেলেন, আসমা ঘুম থেকে উঠেছে মাত্র ৷ সে মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, তাকে ভীত মনে হলো, কি হয়েছেরে মা? সে কিছুই বললো না, মাকে জড়িয়ে কাঁদেই গেলো, রমিজের গলার শব্দে আসমা চুপ হয়ে গেলো, কই গেলা সবাই, রোমা কিছু দিয়ে যাও , রোমানা মজিদের জন্যে রুটি আর ভাজি নিয়ে তাকে টেবিলে বেড়ে দিলেন, আসমা কে আস্তে করে আদর করে দিয়ে বললো মুখ ধুয়ে গিয়ে নাস্তা করার জন্যে, ততক্ষণে সোমাও উঠলো, সোমা তার বোনের বিরুদ্ধে অভিযোগ করতে করতে শেষ, আসমা তাকে ঘুম থেকে জাগায় না নিজে একাএকা আগে উঠে যায় ৷ বোনদের এসব খুনসুটির শব্দে রুমেলের ঘুমটা ভেঙ্গে যায়, রুমেল তাড়াতারি উঠে, বাহিরের কলে গামছা আর লুঙ্গি নিয়ে গোসল করতে চলেযায়, আজ তাকে কিছু জরুরী কাজ সারতে হবে ৷ রুমেল গোসল করতে বেশী সময় নিলো না, তারপর টিশার্ট আর জিন্স পেন্টটা পরে নিলো, এরপর টেবিলে গিয়ে, রমিজের পাশের চেয়ারেই সে বস...